ঢাকা, বুধবার   ১৫ মে ২০২৪

ইউপি নির্বাচন: নওগাঁয় নৌকা ১০, বিদ্রোহী ৬, স্বতন্ত্র ৮   

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৬, ২৬ ডিসেম্বর ২০২১

চতুর্থ ধাপে নওগাঁর আত্রাই,ধামইরহাট ও মহাদেবপুর উপজেলার ২৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী,৬টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, ৮টিতে স্বতন্ত্র-বিএনপির প্রার্থী ও দুইটিতে স্বতন্ত্র-জামাত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান নির্বাচনী ফলাফল নিশ্চিত করেন।

আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ভোপাড় ইউনিয়নে- মো. নাজিম উদ্দীন (নৌকা),কালিকাপুরে-নাজমুল হক নাদিম(নৌকা),শাহাগোলায়-মামুনুর রশিদ (আ.লীগ বিদ্রোহী),বিশা ইউনিয়নে-তোফাজ্জল হোসেন তোফা (আ.লীগ বিদ্রোহী),হাটকালুপাড়ায়- মো. আফজাল হোসেন (আ.লীগ বিদ্রোহী),আহসানগঞ্জ-শেখ মুনজুরুল আলম (স্বতন্ত্র-বিএনপি),মুনিয়ারী-সম্রাট হোসেন (স্বতন্ত্র-বিএনপি) ও পাচুঁপুর ইউনিয়নে-মো. খবিরুল আলম (স্বতন্ত্র-জামাত)।

ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ওমার ইউনিয়নে-ওবায়দুল হক সরকার (নৌকা),ইসবপুরে-মাহাফুজুল আলম লাকি (নৌকা),জাহানপুরে-গোলাম কিবরিয়া(নৌকা),ধামইরহাট সদর-এটিএম বদিউল আলম (আলীগ বিদ্রোহী),আড়ানগড়রে-মোসাদ্দেকুর রহমান (আ.লীগ-বিদ্রোহী),আগ্রাদ্বিগুন-মো. ইসমাইল হোসেন(স্বতন্ত্র-বিএনপি),খেলানা-আল হিল মাহমুদ চৌধুরী (স্বতন্ত্র-বিএনপি) ও আলমপুর ইউনিয়নে-আতাউর রহমান (স্বতন্ত্র-জামাত)।

মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে মহাদেবপুর সদর ইউনিয়নে-সাঈদ হাসান তরফদার শাকিল (নৌকা),চেরাগপুরে-শিবনাথ মিশ্র(নৌকা),রাইগা-মো. আরিফুর রহমান(নৌকা),খাজুর ইউনিয়নে-বেলাল উদ্দীন (নৌকা),এনায়েতপুরে-মেহেদী হাসন (নৌকা), চান্দাশ-মাহামুদুন নবী রিপন (আ.লীগ বিদ্রোহী),সফাপুর-সামসুল আলম বাচ্চু (স্বতন্ত্র-বিএনপি),হাতুড়-এনামুল হক (স্বতন্ত্র-বিএনপি),ভীমপুর-রাম প্রসাদ ভদ্র (স্বতন্ত্র-বিএনপি),উত্তরগ্রাম-হাসান আলী (স্বতন্ত্র-বিএনপি)।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি